LIC Viral Post: বিমার সব প্রোডাক্ট তুলে নিচ্ছে LIC? ভুয়ো পোস্ট বলে গুজব উড়িয়ে দিল তথ্য সম্প্রচার মন্ত্রক
এলআইসি-কে নিয়ে সোশ্যাল মিডিয়ায় এক ভাইরাল পোস্ট পুরোপুরি ভুয়ো বলে জানিয়ে দিল কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক।
এলআইসি ( Life Insurance Corporation of India )-কে নিয়ে সোশ্যাল মিডিয়ায় এক ভাইরাল পোস্ট পুরোপুরি ভুয়ো বলে জানিয়ে দিল কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক (Ministry of I&B)। এক ভাইরাল পোস্টে ছবি দিয়ে দাবি করা হচ্ছে, LIC-তাদের বিমা সংক্রান্ত সব প্রোডাক্ট ও প্ল্যান চলতি মাসের শেষের আগে প্রত্যাহার করা নিচ্ছে। LIC-র বিমার ওপর ভরসা করে থাকেন বহু দেশবাসী।
এই পোস্ট দেখে অনেকেই আতঙ্কিত হয়ে পড়েন। কিন্তু তথ্য ও সম্প্রচার মন্ত্রক জানিয়ে দিল, এমন পোস্টের কোনও ভিত্তি নেই। যে ছবিটি এলআইসি-র লোগো দিয়ে করা হয়েছে সেটিও জালি। বিমা প্রোডাক্ট প্রত্যাহারের মত এলআইসি এমন কোনও পোস্ট করেনি।
দেখুন এই বিষয়ে কী বলল কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক