Kanō Jigorō’s 161st Birthday Google Doodle: জাপানের জুডোর জনক কানো জিগোরোর ১৬১-তম জন্মদিনে গুগলের ডুডল

জুডো আবিষ্কর্তা তথা জাপানিজ মার্শাল আর্টিস্ট কানো জিগোরো-র ১৬১-তম জন্মদিনে তাঁকে ডুডলের মাধ্যমে শ্রদ্ধা জানাল সার্চ জায়ান্ট গুগল।

Kanō Jigorō’s 161st Birthday Google Doodle(Photo Credits:Google)

জুডো আবিষ্কর্তা তথা জাপানিজ মার্শাল আর্টিস্ট কানো জিগোরো-র (Kanō Jigorō) ১৬১-তম জন্মদিনে তাঁকে  ডুডলের মাধ্যমে শ্রদ্ধা জানাল সার্চ জায়ান্ট গুগল। ১৯০৯ সালে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রথম এশিয়ান সদস্য ছিলেন কানো।জুডোই হল প্রথম জাপানিজ মার্শাল আর্ট যা বিশ্বজুড়ে সমাদৃত হয়েছিল। এই সময়েই আন্তর্জাতিক অলিম্পিক কনিটি জুডোকে অলিম্পিক স্পোর্টস হিসেবে অ্যপ্রুভাল দেয়। শিল্পী সিনথিয়া চেঙের আঁকা কানো জিগোরোর একগুচ্ছ ছবির সিরিজ দিয়ে এদিন ডুডল সাজাল গুগল। এভাবেই জাপানের জুডোর জলক কানো জিগোরোর জন্মদিনে তাঁকে শ্রদ্ধা জানানো হল।

গুগলের ডুডল

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)

Share Now

Share Now