Viral News: চিনের রেস্তোরাঁয় পরিবেশিত হল বিষাক্ত নীল অক্টোপাস, যা খেলে মৃত্যু অনিবার্য 

সম্প্রতি চিনের এক ভ্লগার নৈশভজের জন্যে রেস্তোরাঁয় পৌঁছান। খাবারের জন্যে তিনি অক্টোপাসের একটি পদ অর্ডার দেন। তাঁর খাবার যখন পরিবেশন করা হল তখন তিনি খাবার দেখে একেবারে অবাক।

চিনের রেস্তোরাঁয় (Chinese Restaurant) পরিবেশন করা হল বিষাক্ত ব্লু রিং অক্টোপাস (Blue-Ringed Octopus)। যার মধ্যে রয়েছে ২৬ জন প্রাপ্তবয়স্ককে মেরে ফেলার মত বিষ। যে বিষ রান্নার পড়েও নিষ্ক্রিয় হয় না। সেই মারাত্মক বিষাক্ত ব্লু রং অক্টোপাস পরিবেশন করা হল চিনের এক রেস্তোরাঁয়। সম্প্রতি চিনের এক ভ্লগার নৈশভজের জন্যে রেস্তোরাঁয় পৌঁছান। খাবারের জন্যে তিনি অক্টোপাসের একটি পদ অর্ডার দেন। তাঁর খাবার যখন পরিবেশন করা হল তখন তিনি খাবার দেখে একেবারে অবাক। তিনি লক্ষ করেন ওই অক্টোপাস গুলোর মধ্যে এমন একটি অক্টোপাস রয়েছে যে কেউ ভুল বশত খেয়ে খেললে নিমেষে মৃত্যু অনিবার্য। ব্লু রিং অক্টোপাসে (Blue-Ringed Octopus ) রয়েছে ভয়ানক বিষ। খাবারের ছবি তুলে তিনি শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায়।

চিনের রেস্তোরাঁয় পরিবেশিত হচ্ছে বিষাক্ত ব্লু রং অক্টোপাসঃ

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)