Horrifying Accident Video: বাইকের আচমকা ইউ-টার্নে তিন জনকে জখম করল দ্রুতগতিতে আসা গাড়ি, ভয়াবহ ভিডিয়ো
কর্নাটকের রায়চুড় এলাকার একটি রাস্তায় দ্রুতগতিতে আসছে একটি গাড়ি আর সামনে হেঁটে আসছে চারজন।
রাস্তায় দেখে শুনে না চলা, কতটা যে মর্মান্তিক হতে পারে তার প্রমাণ আমরা মাঝে মধ্যেই দেখতে পাই। বুধবার এমন একটা ভিডিয়ো (Horrifying Accident Video) পোস্ট হয়েছে সংবাদ সংস্থা টাইমস নাউয়ের টুইটার পেজ থেকে। যেখানে দেখা যাচ্ছে কর্নাটকের (Karnataka) রায়চুড় (Raichur) এলাকার একটি রাস্তায় দ্রুতগতিতে আসছে একটি গাড়ি (Speeding Car) আর সামনে হেঁটে আসছে চারজন।
আচমকা লম্বা রাস্তার মধ্যের একটি ফাঁক থেকে বেরিয়ে এসে ইউ-টার্ন মারতে যায় একজন বাইক আরোহী (Biker Takes Sudden U-Turn)। তাকে বাঁচাতে গিয়েও না পেরে ধাক্কা মেরে শূন্যে উড়িয়ে রাস্তার পাশ দিয়ে হেঁটে যাওয়া তিনজন পথচারীকেও ধাক্কা মেরে গুরুতর জখম করল দ্রুতগতিতে আসা একটি গাড়ি। আরও পড়ুন: CPI(M) Leader Killed In Ranchi: রাঁচিতে অফিসে বসে গুলিতে মৃত সিপিএম নেতা, পলাতক দুষ্কৃতীরা
দেখুন ভিডিয়ো:
(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)