Largest Diamond: ১০০ বছরের মধ্যে সবচেয়ে বড় হীরের খোঁজ, ২৪৯২ ক্যারেটের হীরে এখন দুনিয়ার হিরো

গত ১০০ বছরের মধ্যে সবচেয়ে বড় হীরের খোঁজ মিলল দক্ষিণ আফ্রিকার দেশের বোতসোয়ানা-য়। সেখানকার এক কারোয়ে খনি থেকে উত্তোলন করা হল ২ হাজার ৪৯২ ক্যারেটের এই হীরে।

Largest Diamond in Over a Century. (Photo Credits; X)

2,492-Carat Diamond in Botswana: গত ১০০ বছরের মধ্যে সবচেয়ে বড় হীরের খোঁজ মিলল দক্ষিণ আফ্রিকার দেশের বোতসোয়ানা (Botswana)-য়। সেখানকার এক  কারোয়ে খনি থেকে উত্তোলন করা হল ২ হাজার ৪৯২ ক্যারেটের এই হীরে। দুনিয়ার ইতিহাসে আজ পর্যন্ত যত হীরে তোলা হয়েছে, তার মধ্যে এটি দ্বিতী সবচেয়ে বড় হীরে। সাধারণ দাঁড়িপাল্লায় এই হীরের ওজন প্রায় ৫০০ গ্রাম। বোতসোয়ানার প্রেসিডেন্ট মোগওয়েসি মাসিসি এই হীরেটি সাধারণ মানুষের সামনে উন্মোচন করে ঘোষণা করলেন, খুশিতে তার চোখে জল চলে এসেছে।

আপাতত হীরেটি সবার প্রদর্শনীর জন্য রাখা হবে। বিদেশ থেকে বহু পর্যটক এটি দেখতে আসতে পারেন। যে খনিটি থেকে এই সুবিশাল হীরেটি উত্তোলন করা হয়েছে, সেটি লুকারা ডায়মন্ড কর্পোরেশন-এর। তাঁরা সেই খনির শ্রমিকদের বিশেষ পুরস্কার দিচ্ছে। হীরেটির যে রেকর্ড দর উঠতে চলেছে তা বলাই বাহুল্য়। তবে এটি কবে বিক্রি করা হবে তা এখনও ঠিক করা হয়নি। আরও পড়ুন-ক্যালিফোর্নিয়ার সান কার্লোস সৈকতে শত শত সি লায়ন

দেখুন খবরটি

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)

Share Now

Share Now