Happy Ganesh Chaturthi 2023:চেন্নাইয়ে পিপল পাতা দিয়ে তৈরি হল গণেশের ৪২ ফুট মূর্তি, ৩০ হাজার প্রদীপ দিয়ে সাজল সেই মূর্তি (দেখুন ছবি)

চেন্নাইয়ের কোলাথুর এলাকায় পিপল পাতা দিয়ে তৈরি গণেশের একটি ৪২ ফুট মূর্তির ছবি নজর কেড়েছে নেটিজেনদের। ভাইরাল হওয়া মূর্তিতে দেখা গেছে এটি ৩০ হাজার কুবের বিলাক্কু বা প্রদীপ দিয়ে ডিজাইন করা হয়েছে।

A 42 Ft peepal leaves idol of Ganesh Photo Credit: Twitter@ANI

দেশ জুড়ে আজ উৎসবের মেজাজ। আজ গণেশ চতুর্থী।  দক্ষিণ ও পশ্চিম ভারতে এই পুজোর ধুম বেশি হলেও এখন সব রাজ্যেই গণেশ পুজোর প্রচলন রয়েছে। এরই মধ্যে চেন্নাইয়ের কোলাথুর এলাকায় পিপল পাতা দিয়ে তৈরি গণেশের একটি ৪২ ফুট মূর্তির ছবি নজর কেড়েছে নেটিজেনদের। ভাইরাল হওয়া মূর্তিতে দেখা গেছে এটি ৩০ হাজার কুবের বিলাক্কু বা প্রদীপ দিয়ে ডিজাইন করা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় আসতেই  এই গণেশ মূর্তির ভিডিও এখন দ্রুত ভাইরাল হচ্ছে।

আজ সকালেই (১৯ সেপ্টেম্বর)শুরু হয়েছে গণেশ চতুর্থীর শুভ উৎসব। সকলেই মহা আড়ম্বরে এই উৎসব পালন করছে। আচার অনুসারে গণেশ চতুর্থীতে গণেশ মূর্তি স্থাপন করে তাঁর পূজা করা হয় ১০ দিন ধরে।এরপর গণেশ মূর্তি বিসর্জন করা হবে ২৭ সেপ্টেম্বর।