Hajj 2022 Update: 'লাব্বাইক আল্লাহুমা লাব্বাইক', পড়তে পড়তে মিনার মাঠের দিকে হজযাত্রীর দল; (দেখুন ভিডিও)

আজ ২০২২-এর ৭ জুলাই থেকে হজ (Hajj 2022 Update) শুরু হয়ে গেল। আজকের দিনটি ইয়াওম আল-তারউইয়াহ নামে পরিচিত। হারামাইন শরিফাইনের টুইট করা ভিডিওতে যেমন দেখা যাচ্ছে, "লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শরিকা লাব্বাইক" স্লোগান দিতে দিতে মিনার দিকে এগিয়ে চলেছেন হজযাত্রীরা।

Hajj Pilgrims

আজ  ২০২২-এর ৭ জুলাই থেকে হজ (Hajj 2022 Update)  শুরু হয়ে গেল। আজকের দিনটি ইয়াওম আল-তারউইয়াহ নামে পরিচিত। হারামাইন শরিফাইনের টুইট করা ভিডিওতে যেমন দেখা যাচ্ছে,  "লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শরিকা লাব্বাইক" স্লোগান দিতে দিতে মিনার দিকে এগিয়ে চলেছেন হজযাত্রীরা। গত ২ বছর ভয়াবহ অতিমারি কাটিয়ে এ বছরেই ফের বিদেশিদের হজ যাত্রার অনুমতি দিয়েছে সৌদি আরবের সরকার। চলতি বছরে হজযাত্রীর সংখ্যা বাড়িয়ে ১০ লক্ষ করেছে সৌদি আরবের হজ মন্ত্রক। 

দেখুন ভিডিও