Charak Puja 2025: পয়লা বৈশাখের ঠিক আগের দিন চড়ক পুজো, গাজনের ধুনে মেতে ওঠে বাংলার গ্রাম, জানুন ইতিহাস দেখুন ছবি
পয়লা বৈশাখের (Pohela Boishakh) ঠিক আগের দিন বাংলার গ্রামগুলোয় কান পাতলে শোনা যায় চড়কের (Charak Puja) ধুন। ঢাক বাজিয়ে, কাসর বাজিয়ে সাড়ম্বরে চড়ক পালিত হয় বিভিন্ন এলাকার প্রত্যন্ত গ্রামগুলিতে। চড়ক পুজো থেকে শুরু করে চড়কের মেলা, গ্রাম বাংলা যেন মেতে ওঠে শিব, পার্বতীর পুজোর আনন্দে। নীল ষষ্ঠীতে যেমন শিবের পুজো করেন বাঙালি মায়েরা সন্তানের মঙ্গল কামনা করেন, তেমনি গাজনেও হয় মহেশ্বরের পুজো। তবে একটু অন্য ধারায়। খেজুর গাছের কাঁটার উপর দাঁড়িয়ে থেকে সন্ন্যাসীরা যখন নীচে লাফ দেন কিংবা লোহার শিখ শরীরে প্রবেশ করান, সেই গাজনের মাহাত্ম্য একেবারে অন্যরকম। শিব, পার্বতীর মত করে সেজে, পোশাক পরে এই গাজন পালন করেন বাংলার মানুষ। তাই শিবের মত জটা লাগিয়ে, গায়ে ভষ্ম মেখে যেমন সন্ন্যাসীরা ঘুরে বেড়ান, তেমনি অনেককে দেখা পার্বতীর সাজেও। তাই গাজন এলেই প্রত্যেকবার বাংলার গ্রামগুলিতে শিবের গীতিকথা শোনা যায়।
দেখুন চড়ক পুজো বা গাজনের কয়েক ঝলক। সেই সঙ্গে জেনে নিন চড়ক পুজোর ইতিহাস...
(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)