Zomato CEO Deepinder Goyal Marries: মেক্সিকান মডেল গ্রেসিয়া মুনোজকে বিয়ে জোমাটো সিইও দীপিন্দার গোয়েলের

অ্যাপ ভিত্তিক ফুড ডেলিভারি সংস্থা জোমাটো-র সিইও দীপিন্দার গোয়েল বিয়ে করলেন মেক্সিকান ব্যবসায়ী গ্রেসিয়া মুনোজ-কে।

ফাইল ফটো

অ্যাপ ভিত্তিক ফুড ডেলিভারি সংস্থা জোমাটো-র সিইও দীপিন্দার গোয়েল বিয়ে করলেন মেক্সিকান ব্যবসায়ী গ্রেসিয়া মুনোজ -কে। সেই মেক্সিকানও দীপিন্দারের মতই উদ্যোগপতী। আগে গ্রেসিয়া ছিলেন মেক্সিকোর অন্যতম সুন্দরী মডেল। এখন দামী প্রসাধনী সামগ্রি ও বিউটি প্রোডাক্ট বিক্রি করা কোম্পানির মালকিন।

সম্প্রতি গোপনে দুজনে বিয়ে করার পর হানিমুনও সেরে ফেলেছেন। গ্রেসিয়ার সঙ্গে মধুচন্দ্রিমা কাটিয়ে ফেব্রুয়ারিতে দেশে ফিরে কাজ শুরু করেছেন দীপিন্দর। গ্রেসিয়ার ইনস্টাগ্রাম প্রোফাইলের বিভিন্ন পোস্টেই বোঝা যাচ্ছে তিনি ভারতীয় গিন্নি হয়েছেন। গ্রেসিয়া এক ইনস্টা পোস্টে লেখেন,'এখন ভারতের বাড়িতে আছি।' এছাড়া সেখান থেকেই জানা গিয়েছে তিনি টিভির শো সঞ্চালনা করেন। তিনি গত জানুয়ারি মাসে দিল্লির একাধিক বিখ্যাত জায়গায় ছবি তুলে সেগুলো পোস্ট করেছেন।

দেখুন ছবিতে

 

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)

Share Now

Share Now