Delhi: মহিলা যাত্রীকে অশ্লীল মেসেজ উবের চালকের

তানিয়া শর্মা নামের এক আইনজীবীর অভিযোগ, সফরের জন্য ক্যাব বুকিংয়ের পর এক উবের চালক তাকে ফোনে আপত্তিকর মেসেজ পাঠায়।

Delhi: মহিলা যাত্রীকে অশ্লীল মেসেজ উবের চালকের
প্রতীকী ছবি (Photo CreditL Pixabay)

দিল্লিতে মহিলার চাঞ্চল্যকর অভিযোগ। তানিয়া শর্মা নামের এক আইনজীবীর অভিযোগ, সফরের জন্য ক্যাব বুকিংয়ের পর এক উবের চালক তাকে ফোনে আপত্তিকর মেসেজ পাঠায়। বুকিংয়ের পর মেসেজে সেই চালক মহিলা যাত্রীকে লেখেন, উফ বাবু, তাড়াতাড়ি এসো। মন হচ্ছে আমার... হতাশাপ্রকাশ করে লিঙ্কেডিনে (LinkedIn) তার ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা শেয়ার এই পোস্ট করেন তানিয়া।

Linkedin-এ এক পোস্টে তানিয়া লেখেন,"আমি উবের বুক করার মিনিট পাঁচেক পর থেকেই বিরক্তিকর ও আপত্তিকর মেসেজ পেতে শুরু করি। তাই আমি অস্বস্তি বোধ করে সঙ্গে সঙ্গে আমার বুকিং বাতিল করে দিই। এরপর আমি সেই জিতেন্দ্র কুমার নামের সেই ব্যক্তির বিরুদ্ধে উবের ইন্ডিয়ার কাছে অভিযোগ জানাই।" কিন্তু উবেরের উত্তর দায়সারা বলে তানিয়া ক্ষোভ প্রকাশ করেন। নারী নিরাপত্তা নিয়েও তিনি প্রশ্ন তোলেন। পরে সেই চালককে উবের ব্যান করে দেয় বলে খবরে প্রকাশ।

দেখুন খবরটি

দেখুন কী মেসেজ পাঠায় সেই চালক

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)

Advertisement


Advertisement
Advertisement
Share Us
Advertisement