Weather Update: অন্ধ্র-ওড়িশা উপকূলে নয়া নিম্মচাপ, ২৮ জুলাই পর্যন্ত ভারি বৃষ্টির সতর্কতা দক্ষিণে
ফের এক নাগাড়ে বৃষ্টি শুরু হয়েছে দক্ষিণ ভারতের বিভিন্ন জায়গায়। বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপের জেরে তেলাঙ্গানা, কর্ণাটকের উপকূল এলাকা এবং অন্ধ্রপ্রদেশে শুরু হয়েছে বৃষ্টি। কেরল এবং তামিলনাড়ুতেও আগামী ২, ৩ দিন ধরে ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। নিম্নচাপের প্রভাবে আগামী ২৮ জুলাই পর্যন্ত দক্ষিণ ভারতের একাধিক রাজ্যে ভারি থেকে অতি ভারি বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দফতরের তরফে। ওড়িশা এবং অন্ধ্র উপকূলে যে নিম্নচাপ তৈরি হয়েছে, তার জেরেই দক্ষিণের রাজ্যগুলিতে এক নাগাড়ে বৃষ্টি হবে বলে জার করা হয় চরম সতর্কতা।