দেশের বিভিন্ন প্রান্তে বর্ষার বৃষ্টিতে জর্জরিত সাধারণ মানুষ। উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, ত্রিপুরায় প্রবল বৃষ্টির জেরে ভূমিধস, বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এরই মাঝে ভারী বৃষ্টিতে পাঁচিল ভেঙে পড়ে মৃত্যু হল দু জনের। আহত হয়েছে এক যুবক। ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের (Mumbai) কালবাদেবী এলাকায়। জানা যাচ্ছে, সোমবার বিকেল ৫টা ২০ মিনিট নাগাদ ৫-৭ ফুট উঁচু এবং ৩০ ফুট দীর্ঘ ওই পাঁচিলটি ভেঙে পড়ে। ঘটনায় আহত হয় তিন জন। স্থানীয়রা তড়িঘড়ি তাঁদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যায়। কিন্তু তাঁদের মধ্যে দুজনকে চিকিৎসক মৃত বলে জানিয়ে দেন। মৃত দুই ব্যক্তির বয়স আনুমানিক ৩০। আহত যুবকের বয়স ১৯। তাঁর চিকিৎসা চলছে। যুবকের অবস্থা স্থিতিশীল বলেই খবর।

পাঁচিল ভেঙে পড়ে মৃত ২...

 

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)