Viral Salon: থুতু দিয়ে ম্যাসাজ, ভিডিয়ো ভাইরাল হতেই নাপিতের সেলুন ভেঙে গুড়িয়ে দিল জেলা প্রশাসন

ভিডিয়োটি ভাইরাল হতেই ইউসুফের বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিশ্ব হিন্দু পরিষদের কর্মীরা। এই ঘটনা প্রসঙ্গে পুলিশ সুপার অমিত কুমার আশ্বাস দেন পুলিশ অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

সোশ্যাল মিডিয়ায় (Social Media) ভাইরাল (Viral) হয়েছিল একটি ভিডিয়ো (Video)। যাতে দেখা যায়, সেলুনের মধ্যে এক গ্রাহককে থুতু (Spit) দিয়ে ম্যাসাজ করছেন নাপিত। তাঁর কর্মকাণ্ড সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞাত ছিলেন গ্রাহক। ভিডিয়োটির শেষে নাপিতকে বুড়ো আঙুল দেখাতেই দেখা গিয়েছে। জানা গিয়েছে,ঘটনাটি উত্তরপ্রদেশের কনৌজের একটি সেলুনের। অভিযুক্ত নাপিতের নাম ইউসুফ। ভিডিয়োটি ভাইরাল হতেই ইউসুফের বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিশ্ব হিন্দু পরিষদের কর্মীরা। এই ঘটনা প্রসঙ্গে পুলিশ সুপার অমিত কুমার আশ্বাস দেন পুলিশ অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ঘটনার পর থেকে পলাতক থাকলেও তাঁকে খুঁজে বের করে পুলিশ। এই কাণ্ডের জন্য তাঁকে গ্রেফতারও করা হয়। আজ, ৮ জুলাই জেলা প্রশাসনের তরফে ইউসুফের সেলুনটি ভেঙে দেওয়া হয়।

দেখুন সেই ভাইরাল ভিডিয়ো

ভাঙা হচ্ছে সেলুন

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)