Vande Bharat Express: বন্দে ভারতে 'ভুল' করে আমিষ খাবার পরিবেশন করার চটলেন বৃদ্ধ, প্যান্ট্রি কর্মীদের চড় মারতেই প্রতিবাদ যাত্রীদের

খাওয়ার মাঝপথে বুঝতে পারেন, তিনি আমিষ কিছু খাচ্ছেন। এরপরেই তিনি চিৎকার চেঁচামেচি করে প্যান্ট্রি কর্মীদের ডেকে পাঠান। দুই প্যান্ট্রি কর্মীকে চড় মারেন ওই যাত্রী।

Clash inside Vande Bharat Train (Photo Credits: X)

আরামদায়ক এবং দ্রুত যাত্রার জন্যে একটু বেশি মূল্য ব্যয় করে বন্দে ভারত এক্সপ্রেসের (Vande Bharat Express) দিকেই ঝুঁকছে মধ্যবিত্তরা। দেশ জুড়ে বিভিন্ন প্রান্তে ছুটে বেরাচ্ছে এই ট্রেন। সদ্য হাওড়া-রাঁচি বন্দে ভারতের (Howrah to Ranchi Vande Bharat Express) মধ্যে আইআরসিটিসি (IRCTC) প্যান্ট্রি কর্মীদের সঙ্গে বচসা বাধে এক যাত্রীর। তাঁর অভিযোগ, তিনি নিরামিষাশী খাবার অর্ডার করেছিলেন। অথচ প্যান্ট্রি কর্মীরা তাঁকে আমিষ খাবার পরিবেশন করেন। উপরের লেখা না দেখেই সেই খাবার খেতে শুরু করেন ওই বৃদ্ধ যাত্রী। খাওয়ার মাঝপথে বুঝতে পারেন, তিনি আমিষ কিছু খাচ্ছেন। এরপরেই তিনি চিৎকার চেঁচামেচি করে প্যান্ট্রি কর্মীদের ডেকে পাঠান। দুই প্যান্ট্রি কর্মীকে চড় মারেন ওই যাত্রী। পরিস্থিটি উত্তপ্ত হওয়ায় জড়ো হয় অন্যন্য যাত্রীরা। প্যান্ট্রি কর্মীদের গায়ে হাত তোলার জন্যে বৃদ্ধ যাত্রীকে ক্ষমা চাইতে বলেন বাকিরা। ঘটনাটি ঘটেছে ২৬ জুলাই।

দেখুন...