Vaishno Devi Dham Ropeway Project: বয়স্ক ও ভিন্নভাবে সক্ষম পূর্ণার্থীদের সুবিধার্থে বহু প্রতিক্ষীত রোপওয়ে প্রকল্প চালু করছে মাতা বৈষ্ণোদেবীর মন্দির পর্ষদ

Vaishno Devi Dham Ropeway Project (Photo;X@dograjournalist)

জম্মু-কাশ্মীরে মাতা বৈষ্ণদেবীর মন্দির পর্ষদ বয়স্ক ও ভিন্নভাবে সক্ষম পূর্ণার্থীদের সুবিধার্থে বহু প্রতিক্ষীত রোপওয়ে প্রকল্প চালু করার সিদ্ধান্ত নিয়েছে। তারাকোট মার্গ থেকে মন্দিরের মূল ভবন পর্যন্ত এই রোপওয়ে চলাচল করবে। যে সমস্ত পূন্যার্থী পাহাড়ে চড়ে ১৩ কিলোমিটার পথ অতিক্রম করে মন্দিরে পৌঁছতে সমস্যায় পড়েন, তাদের জন্য এই রোপওয়ে বিশেষ কার্যকর হবে। তাদের যাত্রাও হবে নিরাপদ ও নির্বিঘ্ন।

মাতা বৈষ্ণদেবী মন্দির পর্ষদের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক অংশুল গর্গ বলেছেন, প্রতি বছর বৈষ্ণদেবীতে ভক্ত সংখ্যা বাড়ছে। গত বছর ৯৫ লক্ষ পুন্যার্থী এই তীর্থ স্হান পরিদর্শন করেন। যা এক নতুন রেকর্ড। এই ভীড় সামাল দিতে নতুন রোপওয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তিনি আশা প্রকাশ করেন।