Uttarakhand Earthquake: রবিবার সাতসকালে ভূমিকম্পে কেঁপে উঠল উত্তরাখণ্ড

জোশীমঠ নিয়ে বিপর্যয়ের মাঝে এবার উত্তরাখণ্ডে ভূমিকম্প। রবিবার সকাল ৮টা ৫৮ মিনিটে মৃদু কম্পন অনুভব করল উত্তরাখণ্ডবাসী।

Representational Pictyre. Credits: PTI

জোশীমঠ নিয়ে বিপর্যয়ের মাঝে এবার উত্তরাখণ্ডে ভূমিকম্প (Earthquake)। রবিবার সকাল ৮টা ৫৮ মিনিটে মৃদু কম্পন অনুভব করল উত্তরাখণ্ডবাসী। ভূমিকম্পের মাত্রা ছিল ৩.৮। উৎসস্থল ছিল পিথাওরাগড় থেকে ২৩ কিমি উত্তর পশ্চিমে। ভূমিকম্পটির কেন্দ্র ছিল মাটি থেকে ১০ কিলোমিটার গভীরে।

সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখা যাচ্ছে উত্তরাখণ্ডের দেরাদুন সংলগ্ন অঞ্চলের অনেকেই কম্পন অনুভব করেছেন। মৃদু ভূমিকম্পে ক্ষয়ক্ষতির সম্ভাবনা থাকে না। তেমন কোনও খবরও নেই। আরও পড়ুন-পরাক্রম দিবসের প্রাক্কালে ২১জন পরমবীর সেনানির নামে আন্দামানের ২১ দ্বীপ, ঘোষণা প্রধানমন্ত্রীর

দেখুন টুইট