UP Shocker: ট্র্যাফিক আইন মানতে বলায় পুলিশকর্মীকে বেধড়ক মারধর ৪ যুবকের, দেখুন ভিডিয়ো
চারজন যুবক একটি বাইকে চেপে যাচ্ছিল। যা দেখতে পেয়ে বারণ করেন কর্তব্যরত এক পুলিশকর্মী। এর জেরে প্রকাশ্যে তাঁকে বেধড়ক মারধর করল ওই চার যুবক।
লখনউ: চারজন যুবক (Four Youths) একটি বাইকে চেপে (Riding) যাচ্ছিল। যা দেখতে পেয়ে বারণ করেন কর্তব্যরত এক পুলিশকর্মী (Policeman)। এর জেরে প্রকাশ্যে তাঁকে বেধড়ক মারধর (Thrashed) করল ওই চার যুবক। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের রাজধানী লখনউতে (Lucknow)। তিন-চারদিন আগে ঘটে যাওয়া ওই ঘটনার ভিডিয়ো সোশ্যাল মিডিয়াতে পোস্ট হওয়ার পরেই ভাইরাল (Video Goes Viral) হয়ে যায়। আর তারপরই শুরু হয় প্রবল বিতর্ক শুরু হয়। তারপরই অভিযুক্তদের গ্রেপ্তার করে পুলিশ।
২১ সেকেন্ডের ভাইরাল হওয়া ওই ভিডিয়োতে দেখা যাচ্ছে, চারজন যুবক লখনউের একটি রাস্তায় একটি বাইকে চেপে বেপরোয়া ভাবে ঘোরাফেরা করছে। অযথা হর্ন বাজিয়ে পথচলতি মানুষকে বিরক্ত করছে। বিষয়টি লক্ষ্য করে ওই পুলিশকর্মী শ্রীকান্ত তাদের এই ধরনের আচরণ করতে বারণ করেন। আর তাতেই উত্তেজিত হয়ে পড়ে ওই যুবকরা। রাস্তার মাঝখানে বাইক দাঁড় করিয়ে ওই পুলিশকর্মীকে হেনস্থা করতে থাকেন। এমনকী চারজনে মিলে ঘিরে ধরে তাঁকে বেধড়ক মারধর করতে থাকে। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছায় যে ওই চার যুবকের মারের হাত থেকে বাঁচতে রাস্তা দিয়ে দৌঁড়তেও দেখা যায় শ্রীকান্ত নামে ওই পুলিশকর্মীকে।
(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)