Health Ministry's Guidelines For Home Isolation: হোম আইসোলেশনে থাকা হালকা ও উপসর্গহীন কোভিড রোাগীদের জন্য সংশোধিত নির্দেশিকা জারি স্বাস্থ্য মন্ত্রকের

নির্দেশিকায় বলা হয়েছে, করোনা রিপোর্ট পজিটিভ আসার অন্তত ৭ দিন পর ও পরপর ৩ দিন জ্বর না থাকলে হোম আইসোলেশনে আর থাকতে হবে না। হোম আইসোলেশনের মেয়াদ শেষ হওয়ার পরে আর পুনরায় টেস্ট করতে হবে না।

Coronavirus. | File Image | (Photo Credits: PTI)

হোম আইসোলেশনে (Home Isolation) থাকা হালকা (Mild) ও উপসর্গহীন (Asymptomatic) কোভিড রোাগীদের জন্য সংশোধিত নির্দেশিকা জারি করেছে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্য়াণ মন্ত্রক (Health Ministry)।

নির্দেশিকা: