Strawberry Supermoon 2022 in India Live Streaming Online: আজ পূর্ণিমা, স্ট্রবেরি সুপার মুনের লাইভ টেলিকাস্ট দেখতে চোখ রাখুন এখানে
আজ ১৪ জুনের পূর্ণিমায় এই প্রথম তিনটি পূর্ণচন্দ্র প্রত্যক্ষ করার মহাকাশপ্রেমীরা। এই পূর্ণিমাকে বলা হচ্ছে স্ট্রবেরি পূর্ণিমা (Strawberry Supermoon 2022)।
আজ ১৪ জুনের পূর্ণিমায় এই প্রথম তিনটি পূর্ণচন্দ্র প্রত্যক্ষ করার মহাকাশপ্রেমীরা। এই পূর্ণিমাকে বলা হচ্ছে স্ট্রবেরি পূর্ণিমা (Strawberry Supermoon 2022)। এমন নামকরণ করেছে আমেরিকার আদিবাসীরা। এই পূর্ণচন্দ্র নিজের কক্ষপথে ঘুরতে ঘুরতে পৃথিবীর সবথেকে কাছে আসবে পাঁচটা বেজে ২২ মিনিট নাগাদ।
উল্লেখ্য, ইতালির সেকানোতে ভার্চুয়াল টেলিস্কোপে মঙ্গলবার এই স্ট্রবেরি পূর্ণিমার বিনামূল্যে লাইভ স্ট্রিমিং হোস্ট করা হবে। এমন অবিনব সন্ধ্যার সাক্ষী হতে নিচের লিঙ্কটি দেখুন।
দেখুন ভিডিও