Tripura: ত্রিপুরায় আরও এক বিজেপি বিধায়ক দল ছেড়ে কংগ্রেসে

ত্রিপুরায় সঙ্কট আরও বাড়ল বিজেপির। মুখ্যমন্ত্রী পদ থেকে বিপ্লব দেবকে সরিয়ে মানিক সাহাকে আনার পরেও বিজেপির অন্তর্দ্বন্দ্ব মিটছে না।

Manik Saha (Photo: ANI)

ত্রিপুরায় সঙ্কট আরও বাড়ল বিজেপির। মুখ্যমন্ত্রী পদ থেকে বিপ্লব দেবকে সরিয়ে মানিক সাহাকে আনার পরেও বিজেপির অন্তর্দ্বন্দ্ব মিটছে না। এবার বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগ দিলেন বিধায়ক ডিবা চন্দ্র হারাঙ্গখাওয়াল। এই নিয়ে বিজেপি-র চার ও বিজেপি-আইপিএফটি সরকারের মোট আট বিধায়ক দল ছাড়লেন। আগামী বছর মার্চে হতে চলেছেন ত্রিপুরা বিধানসভা নির্বাচন।

৬০ সদস্যের ত্রিপুরা বিধানসভায় বিজেপি বামেদের হারিয়ে প্রথমবার ক্ষমতায় এসেছিল ২০১৮-তে জিতে। এবার গড়রক্ষা করা মোটেও সহজ হবে না বিজেপির।

দেখুন টুইট