Delhi Smog: অব্যাহত কুয়াশার দাপট, মঙ্গলেও ভেঙে পড়ছে দিল্লির রেল পরিষেবা
কবে এই পরিস্থিতি থেকে মুক্তি মিলবে? সেই প্রশ্নের উত্তরই খুঁজে চলেছেন দিল্লির মানুষ।
নয়াদিল্লিঃ মঙ্গলবারও কুয়াশাচ্ছন্ন(Delhi Smog) দিল্ল। ঘন সাদা ধোঁয়ায় ঢেকেছে গোটা শহর। সকাল থেকেই বিপাকে ফেলছে এই ঘন কুয়াশা। এই পরিস্থিতিতে আজ মঙ্গলবারও সঠিক সময়ে মিলছে না রেল পরিষেবা(Rail Service)। স্টেশনে(Station) স্টেশনে ভিড় নিত্যযাত্রীদের। কিন্তু ট্রেনের দেখা নেই। ভারতীয় রেল(Indian Railways) সূত্রে খবর, মঙ্গলবার কুয়াশার কারণে বাতিল হয়ে গিয়েছে ৯ টি ট্রেন। আর সকাল পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, দেরীতে চলছে ২২ টি ট্রেন। অন্যদিকে কুয়াশার কোপ পড়ছে বিমান পরিষেবাতেও। রোজ দিল্লিতে বাতিল হচ্ছে বহু বিমান। পথ ঘোরানো হচ্ছে দিল্লিগামী বিমানগুলির। কবে এই পরিস্থিতি থেকে মুক্তি মিলবে? সেই প্রশ্নের উত্তরই খুঁজে চলেছেন দিল্লির মানুষ।
অব্যাহত কুয়াশার দাপট, মঙ্গলেও ভেঙে পড়ছে দিল্লির রেল পরিষেবা