Yamuna River: হায় রে যমনুা! সেখান কিনা ভেসে চলেছে বিষাক্ত ফেনা

দেশের রাজধানী শহরের ওপর দিয়ে বয়ে চলে যমুনা নদী (Yamuna River)। সেই যমুনার বিষের জ্বালায় প্রাণ ওষ্ঠাগত। রবিবার, দিল্লির কালিন্দি কুঞ্জ এলাকার কাছে যমুনায় দেখা গেল বিষাক্ত ফেণায় ঢেকেছে গোটা নদী।

Toxic foam floats on Yamuna river near Kalindi Kunj in Delhi. (Photo Credits: Twitter)

দেশের রাজধানী শহরের ওপর দিয়ে বয়ে চলে যমুনা নদী (Yamuna River)। সেই যমুনার বিষের জ্বালায় প্রাণ ওষ্ঠাগত। রবিবার, দিল্লির কালিন্দি কুঞ্জ এলাকার কাছে যমুনায় দেখা গেল বিষাক্ত ফেণায় ঢেকেছে গোটা নদী। দুলকি চালে নদীর স্রোতে ভেসে চলেছে বিষাক্ত ফেনা। নৌকা চলেছে সেই ফেনার বুক ভেদ করেই। দিওয়ালি মিটতেই দিল্লির বায়ু দূষণ মাত্রা ছাড়িয়েছ।

বোঝাই যাচ্ছে মুখে যাই বলা হোক, নেতারা যমুনাকে দূষণমুক্ত করার জন্য তেমন কিছুই করেননি।  যমুনায় যদিও এই দৃশ্য নতুন  নয়। তবে প্রতিবারই আশ্বাস দেওয়া হয় দূষণ মুক্ত যমুনার। আর প্রতি বছরই দেখা যায় যমনার বুক দিয়ে ভেসে চলেছে বিষাক্ত ফেনা। আরও পড়ুন: দল ছাড়তে পারলে সব গুপ্তকথাই ফাঁস করতে পারতাম, দিলীপকে পাল্টা তথাগতর

দেখুন টুইট

 

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)

Share Now

Share Now