Bihar: বানভাসি মনিহারিতে শিক্ষার আলো জ্বালাতে নৌকাতেই চলছে পাঠশালা (দেখুন ছবি)

বন্যায় ভেসেছে গ্রাম৷ তাই বলে কী পড়াশোনা বন্ধ থাকতে পারে? না পারে না৷ বানভাসি এলাকায় শিক্ষার আলো জ্বালিয়ে রাখতে ভরসা ভেসে থাকা নৌকা৷ তাতেই পড়ুয়াদের পড়াচ্ছেন তিন যুবক৷

Naav ki Pathshala in Bihar (Photo Credits: ANI)

বন্যায় ভেসেছে গ্রাম৷ তাই বলে কী পড়াশোনা বন্ধ থাকতে পারে? না পারে না৷  বানভাসি এলাকায় শিক্ষার আলো জ্বালিয়ে রাখতে ভরসা ভেসে থাকা নৌকা৷ তাতেই পড়ুয়াদের পড়াচ্ছেন তিন যুবক৷ শিক্ষক দিবসের পরের দিন সংবাদ সংস্থা এএনআই-এর এহেন খবর আজকের সমাজে এক ইতিবাচক ভবিষ্যতের ইঙ্গিত দেয়৷ ঘটনাটি বিহারের (Bihar) কাটিহারের মনিহারি এলাকার৷ আর এই পাঠশালার নাম নৌকার পাঠশালা৷ (Naav ki Pathshala) পাঠশালার শিক্ষক পঙ্কজ কুমার শাহবলেন, বর্ষা হলেই জলে ভরে যায় গোটা এলাকা৷ এখানে বছরে ছমাস বন্যা পরিস্থিতি (flood-like situation) থাকে৷ তাই নৌকাতে চড়ে ছাত্রছাত্রী পড়ানো ছড়া আমাদের কাছে আর কোনও উপায়ও নেই৷ ” আরও পড়ুন-Afghanistan Crisis: আফগানিস্তানে অন্তঃসত্ত্বা পুলিশকর্মীকে স্বামী সন্তানের সামনে হত্যা, দায় নিতে নারাজ তালিবান

Naav Ki Pathshala

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)

Share Now

Share Now