Dhirendra Shastri: সনাতন ধর্মের বিরুদ্ধে বললেই বয়কট করা হবে, হুঁশিয়ার স্বঘোষিত গডম্যান ধীরেন্দ্র শাস্ত্রীর
সনাতন ধর্মের যারাই বিরোধিতা করবে, তাদেরই বয়কট করা হবে। হুঁশিয়ারি দিলেন স্বঘোষিত গডম্যান ধীরেন্দ্র শাস্ত্রী।
সনাতন ধর্মের যারাই বিরোধিতা করবে, তাদেরই বয়কট করা হবে। হুঁশিয়ারি দিলেন স্বঘোষিত গডম্যান ধীরেন্দ্র শাস্ত্রী (Self-Styled Godman Dhirendra Shastri)। শাহরুখ খানের 'পাঠান' সনাতন ধর্মের ওপর আঘাত হেনেছে বলে তার ভক্তদের এই সিনেমা বয়কটের কথা বলেছিলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সিনেমা বয়কটের ইস্যুতে ক্ষোভ প্রকাশ করলেও স্বঘোষিত গডম্যান আছেন নিজের ভঙ্গিতেই।
ভাগেশ্বর ধাম সরকার নামে ভক্তদের কাছে পরিচিত এই স্বঘোষিত গডম্যান নাগপুরে এক ইভেন্টে গিয়ে সমস্যা পড়েন। ধীরেন্দ্র শাস্ত্রী দাবি করেন, তাঁর নাকি অলৌকিক শক্তি আছে। নাগপুরের তাঁর ইভেন্টে ঢুকে পড়ে সবার সামনে এক ব্যক্তি চ্যালেঞ্জ ছুঁড়ে বলেন, তাঁর যদি সত্যিই ম্যাজিকাল শক্তি থাকে তাহলে সেটা সবাইকে দেখান।" সেটা করতে পারেননি ধীরেন্দ্র শাস্ত্রী।
দেখুন টুইট
(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)