Ambedkar Statue Vijayawada: দুনিয়ার সবচেয়ে বড় আম্বেদকরের স্ট্যাচুর উদ্বোধন অন্ধ্রপ্রদেশে
আজ, অন্ধ্রপ্রদেশের বিজয়য়ওয়াড়ায় উদ্বোধন হতে চলেছে সংবিধানের জনক বি আর আম্বেদকরের দুনিয়ার সবচেয়ে বড় মূর্তি। অন্ধ্রের মুখ্যমন্ত্রী জগহনমোহন রেড্ডি মাটি থেকে ২০৬ ফুটের সুবিশাল আম্বেদকরের 'স্ট্যাচু অফ জাস্টিস' স্ট্যাচুর উদ্বোধন করবেন।
আজ, অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়ায় উদ্বোধন হতে চলেছে সংবিধানের জনক বি আর আম্বেদকরের দুনিয়ার সবচেয়ে বড় মূর্তি। অন্ধ্রের মুখ্যমন্ত্রী জগহনমোহন রেড্ডি মাটি থেকে ২০৬ ফুটের সুবিশাল আম্বেদকরের 'স্ট্যাচু অফ জাস্টিস' স্ট্যাচুর উদ্বোধন করবেন। এতদিন আম্বেদকরের সবচেয়ে মূর্তি হিসেবে নজির ছিল তেলাঙ্গনায়। সেটি হল ১৭৫ ফুটের।
অন্ধ্রের মুখ্যমন্ত্রী জগহনমোহন রেড্ডি বলেন, বিজয়ওয়াড়ায় আম্বেদকরের মূর্তিটি শুধু রাজ্যের নয়, গোটা ভারতবাসীর জন্য। এই স্ট্যাচুটি তৈরি করতে ৪০৪ কোটি টাকার মত খরচ হয়েছে। ১৮.৮১ একর জমি জুড়ে তৈরি হয়েছে এই মূর্তিটি। 'স্ট্যাচু অফ জাস্টিস'তৈরি করতে ৪০০ টন ইস্পাত লেগেছে। মূর্তিটির পাশে বসানো হয়েছে সুবিশাল এলইডি স্ক্রিন। যে স্ক্রিনে আম্বেদকরের জীবনের ওপর নানা জিনিস, তথ্যচিত্র দেখানো হবে। ২ হাজার দর্শক মাঠে বসে দেখতে পারবেন সেটি।
দেখুন ভিডিয়োটি
(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)