Nepal Bus Accident: কাঠমান্ডুতে বাস দুর্ঘটনায় নিহতদের দেহ আসল ভারতে, মরদেহ তুলে দেওয়া হবে পরিবারের হাতে
শনিবার রাতেই নেপাল থেকে তীর্থযাত্রীদের মরদেহ নিয়ে আসা হল মহারাষ্ট্রে। জলগাঁওতে কড়া নিরাপত্তা বেষ্টনীর মধ্যে দেহগুলি অ্যাম্বুলেন্সে করে নিয়ে আসা হয়।
শনিবার রাতেই থেকে তীর্থযাত্রীদের মরদেহ নিয়ে আসা হল মহারাষ্ট্রে। জলগাঁওতে (Jalgaon) কড়া নিরাপত্তা বেষ্টনীর মধ্যে দেহগুলি অ্যাম্বুলেন্সে করে নিয়ে আসা হয়। জানা যাচ্ছে, হাসপাতাল থেকে মৃতদেহগুলি পরিবারের হাতে তুলে দেওয়া হবে বলে জানিয়েছে প্রশাসন। এদিন দুপুর কাঠমান্ডুতে থেকে হেলিকপ্টারে করে ভারতীয় বায়ুসেনা মৃতদের দেহ নিয়ে রওনা দেয়। আহতরা এখনও নেপালের হাসপাতালে চিকিৎসাধীন। শনিবার সকালে তাঁদের সঙ্গে দেখা করে আসেন কেন্দ্রীয় মন্ত্রী। প্রসঙ্গত, শুক্রবার উত্তরপ্রদেশ থেকে বাসে করে নেপাল ঘুরতে গিয়েছিলেন ৪৩ জন। যার মধ্যে অনেকেই ভারতের নাগরিক ছিলেন। নেপালে তনহুঁ জেলার মারশিয়াংড়ি নদীতে উল্টে যায় গাড়িতে। দুর্ঘটনায় মৃত্যু হয় ২৫ জন ভারতীয়র।
(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)