Kamakhya Temple: অম্বুবাচী উপলক্ষে কামাখ্যা মন্দিরে মহাভোগের আয়োজন, প্রথা মেনে হল কুমারী পুজো
এই চারদিন ঋতুমতী দেবীকে বিশ্রাম দেওয়া হয়। চারদিন বন্ধ থাকে মন্দির।
নয়াদিল্লিঃ অম্বুবাচী (Ambubachi )উপলক্ষে কামাখ্যা মন্দিরে (Kamakhya Temple)মহাভোগের আয়োজন। প্রথা মেনে বৃহস্পতিবার সকালে মন্দিরে মহাভোগ দেওয়া হল। এরপর ভক্তদের জন্য খুলে দেওয়া হয় মন্দিরের দরজা। শুধু তাই নয়, এদিন অম্বাবুচী নিবৃত্তি উপলক্ষে কামাখ্যা মন্দিরে ১৫০ জন কিশোরীকে কুমারী রুপে পুজো করা হয়। উল্লেখ্য, সতীর ৫১ পীঠের অন্যতম হল কামাখ্যা। প্রচলিত বিশ্বাস অনুযায়ী, সতীর যোনি পড়েছিল অসমের গুয়াহাটির নীলাচল পাহাড়ে কামাখ্যা। এরপর সেখানেই গঠিত হয় কামাখ্যা মন্দির। ২২ জুন থেকে শুরু হয়েছিল অম্বুবাচী। প্রথা রয়েছে, এই চারদিন ঋতুমতী দেবীকে বিশ্রাম দেওয়া হয়। চারদিন বন্ধ থাকে মন্দির।
অম্বুবাচী উপলক্ষে কামাখ্যা মন্দিরে মহাভোগের আয়োজন, প্রথা মেনে হল কুমারী পুজো
(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)