Taj Mahal: তাপমাত্রার পারদ নামতেই ধোঁয়াশায় মুখ ঢাকল তাজমহল, দূষণের কবলে উত্তরপ্রদেশের বিভিন্ন অংশ (দেখুন ভিডিও)

layer of haze engulfs the Taj Mahal (Photo Credit: X@ANI)

গত কয়েকদিন ধরেই নামছে তাপমাত্রার পারদ। তাঁর সঙ্গে দূষণের দাপট। তাপমাত্রা নামতে শুরু করায় উত্তরপ্রদেশের বেশিরভাগ জায়গায় বাড়ছে ধোঁয়াশার দাপটও । সপ্তাহের শুরুতেই সকাল হতেই দেখা গেল ধোঁয়াশায় মিলিয়ে গিয়েছে তাজমহল। তেমনই একটি ভিডিও প্রকাশ্যে এসেছে সংবাদ সংস্থা এ এন আই এর তরফে।  দিল্লি -এন সি আরের পাশাপাশি কয়েকদিনে দূষণের কবলে উত্তর প্রদেশও । সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ডের (সিপিসিবি) তরফে জানানো হয়েছে আগ্রার বায়ুর গুণমান সূচক মোটেই ভাল নয়। তাই বায়ু দূষণের মাত্রা বৃদ্ধি পেতেই কুয়াশা গ্রাস করছে তাজমহলকে ।

 

নয়ডা, উত্তরপ্রদেশ

মোরাদাবাদ শহর, উত্তরপ্রদেশ