Swiggy Instamart Removed Non-Veg Items: মাছ, মাংস, ডিম, সুইগি ইনস্টামার্টে নেই কোনও আমিষ খাবার, বিরক্ত হয়ে কারণ জিজ্ঞেস করছেন বহু মানুষ

Swiggy (Photo Credit: Wikipedia)

সুইগি ইনস্টামার্ট (Swiggy Instamart) থেকে সরানো হল আমিষ খাবার (Non-Veg)। ২৬ ফেব্রুয়ারি দেশ জুড়ে পালিত হচ্ছে মহাশিবরাত্রি উৎসব। মহাশিবরাত্রি  (Mahashivratri) উপলক্ষ্যেই কি সুইগি ইনস্টামার্ট থেকে আমিষ খাবার সব সরানো হয়েছে, এমন প্রশ্ন তুলছেন বহু গ্রাহক। মুম্বই থেকে বেঙ্গালুরু, দেশের সব জায়গা থেকেই আমিষ খাবার আজ তুলে নিয়েছে সুইগি ইনস্টামার্ট। একাধিক গ্রাহক মুদি বাজারের তালিকা তৈরি করতে গিয়ে ইনস্টামার্টে ডিম, মাছ, মাংস-সহ কোনও ধরনের আমিষ খাবারদাবার পাচ্ছেন না বলে জানান। নিজেদের সোশ্যাল হ্যান্ডেলের মাধ্যমে একাধিক গ্রাহক জানান, তাঁরা সুইগি ইনস্টামার্টে কোনও ধরনের আমিষ খাবার আজ পাচ্ছেন না। যা মুহূর্তে ভাইরাল হয়ে যায়। ককেন আমিষ খাবার নেই, সুইগি কেয়ারের মাধ্যমে বহু মানুষ নিজেদের প্রশ্ন তুলে ধরেন। যার উত্তরে জানানো হয়, সংস্থা বিষয়টি দেখছে। কী কারণে আমিষ খাবার মিলছে না,তারা সে বিষয়ে খোঁজ, খবর করে জানাবেন বলে সুইগি কেয়ারের তরফে জানানো হয়।

একাধিক গ্রাহক তাঁদের অসুবিধার কথা তুলে ধরেন...

 

মাছ, মাংস, ডিম, সব ধরনের আমিষ খাবারই সুইগি ইনস্টামার্ট থেকে উধাও আজ...

 

আমিষ খাবার সরানো কখনওই উচিত নয় বলেও অনেকে মন্তব্য  করেন...

 

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)

Share Now

Share Now