Bomb Threat In Delhi Shool: দিল্লির স্কুল বোমাত্মঙ্ক, জোর তল্লাশি SWAT টিমের

দিল্লির একটি স্কুলে বোমা রাখা রয়েছে এই খবর ছড়ানোর পরে প্রবল আতঙ্ক ছড়াল প্রশাসন ওই স্কুল পড়ুয়াদের অভিভাবকদের মধ্যে। বধুবার ঘটনাচি ঘছেট দিল্লির সিদ্দিক নগরে। খবর পাওয়ার পরেই ওই স্কুলে গিয়ে তাল্লাশি চালালেন সোয়াট টিমের ( সদস্যরা।

Photo Credits: ANI

দিল্লির একটি স্কুলে (Delhi School)) বোমা (bomb) রাখা রয়েছে এই খবর ছড়ানোর পরে প্রবল আতঙ্ক ছড়াল প্রশাসন ওই স্কুল পড়ুয়াদের অভিভাবকদের মধ্যে। বধুবার ঘটনাচি ঘছেট দিল্লির সিদ্দিক নগরে (Delhi's Sadiq Nagar)। খবর পাওয়ার পরেই ওই স্কুলে গিয়ে তাল্লাশি চালালেন সোয়াট টিমের ( সদস্যরা।

সংসাদ সংস্থা এএনআই সূত্রে জানা গেছে, বুধবার সকালে স্কুল কর্তৃপক্ষের কাছে এক ই-মেলে আসে। তাতে উল্লেখ করা হয়েছিল যে শাস্তি নগরের একটি স্কুলে এখটি বোমা রাখা রয়েছে বলে জানানো হয় (email regarding a bomb threat)। আতঙ্কিত হয়ে পড়ে স্কুল কর্তপক্ষ স্থানীয় থানায় খবর দেন। তারপর সোয়াট টিমেক সদদ্যরা ওই স্কুলে গিয়ে তদন্ত ও তল্লাশি শুরু করে।

 

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)

Share Now

Share Now