Supreme Court: দুজনের সম্মতির সম্পর্ক ধর্ষণ নয়, মত শীর্ষ আদালতের

Supreme Court (Photo Credit: Wikimedia Commons)

দুজনের মধ্যে যদি সম্মতিমূলক শারীরিক সম্পর্ক থাকে, তাহলে বিচ্ছেদের পর তাকে ধর্ষণের (Rape) আওতায় নিয়ে আসা যাবে না। সম্মতিমূলক সম্পর্ককে কখনও ধর্ষণ বলে দাগানো যাবে না। এবার এমনই জানাল সুপ্রিম কোর্ট (Supreme Court) । সম্প্রতি ধর্ষণের আসামিকে বেকসুর মুক্তি দিয়ে এবার এমনই মত প্রকাশ করল দেশের শীর্ষ আদালত।

দেখুন ট্যুইট...