Afghanistan: ১২০-র বেশি ভারতীয়কে নিয়ে কাবুল ছাড়ল বায়ুসেনা বিমান C-17

তালিবান কাবুল দখলের পর থেকেই গোটা আফগানিস্তান জুড়ে চলেছে অস্থিরতা৷ শেষ পর্যন্ত পাওয়া খবর অনুয়ায়ী সেদেশে বসবাসকারী ১২০-রও বেশি ভারতীয় আধিকারিককে নিয়ে কাবুলের (Kabul) মাটি ছেড়েছে ভারতের বায়ুসেনা বিমান C-17৷

তালিবান কাবুল দখলের পর থেকেই গোটা আফগানিস্তান জুড়ে চলেছে অস্থিরতা৷ শেষ পর্যন্ত পাওয়া খবর অনুয়ায়ী সেদেশে বসবাসকারী ১২০-রও বেশি ভারতীয় আধিকারিককে নিয়ে কাবুলের (Kabul) মাটি ছেড়েছে ভারতের বায়ুসেনা বিমান C-17৷  সংবাদ সংস্থা এএনআই-এর টুইটে জানা গেছে,  গত কাল সন্ধ্যায় কর্মীদের নিরাপদে বিমানবন্দরের সুরক্ষিত এলাকায় নিয়ে আসা হয়৷  রবিবার তালিবানদখলে গেছে কাবুল, তারপর থেকেই আফগানিস্তানের রাজধানী শহর আতঙ্ক ও ত্রাসের চেহারা নিয়েছে৷ 

বিদেশমন্ত্রক জানিয়েছে, ভারত সরকার খুব গভীরভাবে কাবুলের পরিস্থিতির উপরে নজর রেখে চলেছে৷ আফগানিস্তানে আটকে পড়া ভারতীয়দের নির্বিঘ্নে দেশে ফেরাতে বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচী সোমবার একটি হেল্প লাইন নম্বর 919717785379 ও ইমেল আইডি MEAHelpdeskIndia@gmail.com জানিয়েছেন