Sikkim: কখন ছাড়বে বায়ুসেনার বিশেষ বিমান? ঘরে ফেরার আশায় আকাশের দিকে চেয়ে সিকিমে আটকে পড়া পর্যটকেরা

রাস্তা বন্ধ থাকায় তাঁদের ঘরে ফেরাতে রাজ্য সরকারের (Sikkim Government) তরফে বায়ুসেনার বিমানের ব্যবস্থা করা হয়েছে। আবহাওয়া ঠিক হলেই সিকিম থেকে ছাড়বে ওই বিমান। নিরাপদে রয়েছেন পর্যটকরা।

নয়াদিল্লিঃ বৃষ্টি-ধসে ভয়াবহ পরিস্থিতি সিকিমে (Sikkim)। জলের স্রোতে ভেঙেছে বাঁধ, ধসে গিয়েছে রাস্তা। পরিস্থিতি এতটাই ভয়াবহ, লাচুং (Lachung), লাচেন সহ বেশকিছু জনপ্রিয় পর্যটনকেন্দ্রের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। উত্তর লাচুং-এ এই মুহূর্তে আটকে পড়েছেন ১২০০ পর্যটক। রাস্তা বন্ধ থাকায় তাঁদের ঘরে ফেরাতে রাজ্য সরকারের (Sikkim Government) তরফে বায়ুসেনার বিমানের ব্যবস্থা করা হয়েছে। আবহাওয়া ঠিক হলেই সিকিম থেকে ছাড়বে ওই বিমান। নিরাপদে রয়েছেন পর্যটকরা। তবে ঘরে ফেরার আশায় রাস্তায় জড়ো হয়ে বায়ুসেনার বিমানের অপেক্ষায় তাঁরা।

দেখুন ভিডিয়ো