Indian Women Own 11% Of World Gold: ভারত যেন সোনায় মোড়া; আমেরিকা, রাশিয়া সব পিছনে, ভারতীয় মহিলাদের কাছে রয়েছে বিশ্বের গচ্ছিত সোনার ১১%

Gold, Representational Image (Photo Credit: Pixabay)

যে দেশের কাছে যত বেশি সোনা, তেল এবং হীরে থাকে, তারা তত বেশি ধনবান হয়। সোনা, তেল এবং হীরে সঞ্চেয়ের নিরিখে সেই দেশের অবস্থান বিচার করা হয়। আর এবার চমকে ওঠা তথ্য সামনে এল। পরিসংখ্যান বলছে, ভারতীয় মহিলাদের কাছে যে পরিমাণ সোনা রয়েছে, তা আমেরিকা, ইতালি, রাশিয়া, জার্মানি, ফ্রান্সের মহিলাদের কাছে নেই। অর্থাৎ সোনা সংরক্ষণের নিরিখে ভারতীয় (Indian Women) মহিলারা বিশ্বে সর্বোচ্চ জায়গা ধরে রেখেছেন। তথ্য অনুযায়ী, ভারতীয়  মহিলাদের কাছে ২৪ হাজার টন সোনা গচ্ছিত। সরকারি হিসেব অনুযায়ী ২৪ হাজার টন ভারতীয় মহিলাদের কাছে সোনা রয়েছে। যা গোটা বিশ্বের মহিলাদের কাছে গচ্ছিত সোনার ১১ শতাংশ। আমেরিকা (US), রাশিয়া (Russia), ফ্রান্স (France), জার্মানি (Germany), ইতালির (Italy) মত উন্নত দেশের চেয়ে কয়েক গুন বেশি সোনা রয়েছে ভারতীয় মহিলাদের কাছে। আমেরিকায় গচ্ছিত সোনার পরিমাণ ৮,১৩৩ টন। জার্মানিতে ৩,৩৬২ টন। ইতালিতে ২,৪৫১ টন। ফ্রান্সে ২,৪৩৬ টন। রাশিয়ায় এই পরিসংখ্যান ২,২৯৮ টন। অর্থাৎ নিজেদের কাছে ব্যক্তিগতভাবে সোনা রাখার যে পরিসংখ্যান বিশ্বব্যাপী, তাদের সর্বাগ্রে রয়েছেন ভারতীয় মহিলারা।

দেখুন ভারতীয় মহিলাদের কীছে কত টন সোনা গচ্ছিত...

 

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)

Share Now

Share Now