Security In Digital Economy a Global Challenge: ডিজিটাল অর্থনীতিতে নিরাপত্তা দুনিয়ার কাছে বড় চ্যালেঞ্জের: রাজীব চন্দ্রশেখর
ডিজিটাল অর্থনীতিতে নিরাপত্তা দুনিয়ার কাছে বড় চ্য়ালেঞ্জের বলে জানালেন কেন্দ্রীয় মন্ত্রী রাজীব চন্দ্রেশখর (Rajeev Chandrasekhar)।
ডিজিটাল অর্থনীতিতে নিরাপত্তা দুনিয়ার কাছে বড় চ্য়ালেঞ্জের বলে জানালেন কেন্দ্রীয় মন্ত্রী রাজীব চন্দ্রেশখর (Rajeev Chandrasekhar)। সোমবার মহরাষ্ট্রে জি ২০ অতিথিদের সামনে গ্লোবাল ডিজিটাল পাবলিক পরিকাঠামো (ডিপিআই) সম্মেলনে কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী চন্দ্রশেখর বললেন, " ই-কমার্স, আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স, ফিন টেক, হেল্থ টেক যেভাবে বড় হচ্ছে, সমৃদ্ধ হতে শুরু করেছে ততই সাইবার ক্রাইম বাড়ছে। ডিজিটাল সেক্টরে এত তথ্য তৈরি হচ্ছে যেখানে ক্রেতাদের ব্যক্তিগত তথ্য, স্পর্শকাতর ডেটা থাকছে। গোটা দুনিয়ার কাছেই চ্য়ালেঞ্জ সাইবার ক্রাইম রোখার। ডিজিটাল দুনিয়ায় সুরক্ষা একটা বড় বিষয়।"
দেখুন টুইট