Schools Open In Punjab After Over A Year: কোভিড সতর্কতায় ১ বছর পরে খুলল পাঞ্জাবের স্কুল, দেখুন ছবি

করোনাকালে দীর্ঘদিন বন্ধ রয়েছে স্কুল৷ পড়াসোনা অনলাইনে চললেও সেভাবে পঠনপাঠন হচ্ছে না৷ এবার দীর্ঘ এক বছর পরে আজ থেকে খুলল পাঞ্জাবের সরকারি স্কুল (Schools Open In Punjab) ৷

পাঞ্জাবে খুলল স্কুল (Photo Credits: ANI)

করোনাকালে দীর্ঘদিন বন্ধ রয়েছে স্কুল৷ পড়াসোনা অনলাইনে চললেও সেভাবে পঠনপাঠন হচ্ছে না৷ এবার দীর্ঘ এক বছর পরে আজ থেকে খুলল পাঞ্জাবের সরকারি স্কুল (Schools Open In Punjab) ৷ ছবিতে দেখা যাচ্ছে  অমৃতসরের  সিনিয়র সেকেন্ডারি গার্লস স্কুলে ছাত্রীরা ঢুকছে মাস্ক পরে৷ তাদের শরীরে তাপমাত্রা মাপা হ্চ্ছে৷ হাত স্যানিটাইজ করার প্রক্রিয়াও চলছে৷ এই প্রসঙ্গে প্রিন্সিপাল মনদীপ কৌর জানিয়েছেন, আজ থেকে স্কুল পুনরায় খুলল৷ সব ক্লাসের মেয়েরাই আসবে৷ প্রয়োজনীয় স্যানিটাইজেশনের ব্যবস্থাও করা হয়েছে৷ পড়ুয়াদের প্রত্যেককে মাস্ক ও স্যানিটাইজার সঙ্গে রাখতে হবে৷ শিক্ষক শিক্ষিকাদের করোনা প্রতিষেধকের দুটি ডোজ নেওয়া আবশ্যক৷ ৫০ শতাংশ পড়ুয়া নিয়েই হবে ক্লাস৷ পাশাপাশি অনলাইন ক্লাসও চলবে৷ পড়ুয়ারা চাইলে স্কুলে আসবে৷ এই পরিস্থিতিতে স্কুলে উপস্থিতি বাধ্যতামূলক নয়৷   

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)