Sawan 2023: শ্রাবণ সোমবারে সমুদ্র সৈকতে শিবের ভাস্কর্য গড়লেন বালিশিল্পী সুদর্শন পট্টনায়েক, দেখুন সেই ছবি

ভারতবর্ষের সংস্কৃতিকে মাথায় রেখে প্রত্যেক উৎসবের আগে পুরীর সমুদ্র সৈকত সেজে ওঠে শিল্পী সুদর্শন পট্টনায়েকের শিল্প ভাস্কর্যে। তাঁর শিল্পকলা দিয়ে আমাদের বিস্মিত করতে তিনি সর্বদা চেষ্টা করে চলেন।

Shiba Sand ArtPhoto Credit: Twitter@sudarsansand

চলছে শ্রাবণ মাস, আর এই শ্রাবণেই পূজিত হন দেবাদিদেব মহাদেব। ভারতবর্ষের সংস্কৃতিকে মাথায় রেখে প্রত্যেক উৎসবের আগে পুরীর সমুদ্র সৈকত সেজে ওঠে শিল্পী সুদর্শন পট্টনায়েকের শিল্প ভাস্কর্যে। তাঁর শিল্পকলা দিয়ে আমাদের বিস্মিত করতে তিনি সর্বদা চেষ্টা করে চলেন। চলতি শ্রাবণ মাসের পবিত্র সোমবার উপলক্ষ্যে বালি শিল্পী সুদর্শন পট্টনায়েক আজ সমুদ্র সৈকতে ভগবান শিবের একটি সুন্দর বালি শিল্প তৈরি করেছেন। শুধু তাই নয় নিজের টুইটার হ্যান্ডেলে সেই ছবি পোস্ট করে লিখেছেন 'ওম নমহঃ শিবায়' । দেখে নিন সেই ছবিসহ টুইট-