Qutub Minar: হিন্দু-জৈন মন্দির ভেঙে তৈরি কুতুব মিনার আসলে ছিল বিষ্ণু স্তম্ভ! দাবি VHP-র

অযোধ্যায় রামমন্দির প্রতিষ্ঠা হয়েছে। এবার কি কুতুব মিনারের পরিবর্তে 'বিষ্ণু স্তম্ভ'! বিশ্ব হিন্দু পরিষদের দাবি তেমনই হল বলে। বিশ্ব হিন্দু পরিষদের মুখপাত্র বিনোদ বানসালের দাবি, ২৭টি হিন্দু ও জৈন মন্দির ভেঙে তৈরি হয়েছিল কুতুব মিনার।

অযোধ্যায় রামমন্দির প্রতিষ্ঠা হয়েছে। এবার কি কুতুব মিনারের (Qutub Minar) পরিবর্তে 'বিষ্ণু স্তম্ভ'! বিশ্ব হিন্দু পরিষদের দাবি তেমনই হল বলে। বিশ্ব হিন্দু পরিষদের মুখপাত্র বিনোদ বানসালের দাবি, ২৭টি হিন্দু ও জৈন মন্দির ভেঙে তৈরি হয়েছিল কুতুব মিনার। আসলে দিল্লির কুতুব মিনার আসলে ছিল বিষ্ণু স্তম্ভ। কুতুব মিনার তৈরির আসল উদ্দেশ্য ছিল হিন্দুদের উত্যক্ত করা।

দক্ষিণ দিল্লিতে অবস্থিত কুতুব মিনার ১১৯৯-১২২০ সালের মধ্যে তৈরি করা হয়েছিল। ইউনেসকো হেরিটেজ সাইটের মর্যাদা পাওয়া কুতুব মিনারের উচ্চতা ২৩৮ ফুট (৭২.৫ মিটার)। আরও পড়ুন: ইয়েচুরিতেই আস্থা সিপিএমের

দেখুন টুইট