Puri-Howrah Vande Bharat Train: ওড়িশার ঝুলিতে প্রথম বন্দে ভারত, আজ পুরী-হাওড়া বন্দে ভারতের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মোদী
সাধারণ দিনে হাওড়া- পুরী বন্দে ভারত এক্সপ্রেস হাওড়া থেকে ছাড়বে সকাল ৬ টা বেজে ১০ মিনিটে। সেটি পুরী গিয়ে পৌঁছবে ওই দিনই দুপুরে ১২টা বেজে ৩৫ মিনিটে। আবার উলটো দিকে ফেরার পথে পুরী থেকে ট্রেনটি ছাড়বে দুপুর ১টা বেজে ৫০ মিনিটে। সেটি হাওড়া এসে পৌঁছবে রাত ৮টা বেজে ৩০ মিনিটে।
আজ (১৮ মে) উদ্ধোধন হতে চলেছে হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেসের। যদিও তা শুরু হচ্ছে পুরী থেকেই। পুরী থেকে ছাড়ার পর সেটি আসবে হাওড়া স্টেশনে। রেলমন্ত্রক সূত্রে জানা গেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ট্রেনটির উদ্বোধন করবেন। বৃহস্পতিবার বেলা ১২ টা নাগাদ ট্রেনটি পুরী থেকে ছাড়বে বলে জানা গিয়েছে এবং সেটি হাওড়া এসে পৌঁছবে রাত 8টা নাগাদ। তবে এই টাইমিং শুধুমাত্র উদ্বোধনী যাত্রার জন্য।
সাধারণ দিনে হাওড়া- পুরী বন্দে ভারত এক্সপ্রেস হাওড়া থেকে ছাড়বে সকাল ৬ টা বেজে ১০ মিনিটে। সেটি পুরী গিয়ে পৌঁছবে ওই দিনই দুপুরে ১২টা বেজে ৩৫ মিনিটে। আবার উলটো দিকে ফেরার পথে পুরী থেকে ট্রেনটি ছাড়বে দুপুর ১টা বেজে ৫০ মিনিটে। সেটি হাওড়া এসে পৌঁছবে রাত ৮টা বেজে ৩০ মিনিটে।
ইতিমধ্যে পুরী-হাওড়া উদ্বোধনী বন্দে ভারত ট্রেনের সূচনা উপলক্ষে পুরী স্টেশনে হাজির হয়েছেন লোক শিল্পীরা। তারা তাদের শিল্পকলায় মুগ্ধ করছেন সকলকে। দেখুন সেই ছবি-
পুরী-হাওড়া বন্দে ভারত ট্রেনের ভিতরের ছবি দেখুন এক ঝলকে-
(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)