Punjab: ফের ভারতের আকাশে পাক ড্রোনের হানা, বিএসএফ জওয়ানদের গুলিতে পালিয়ে গেল ড্রোন

পাকিস্তানের ড্রোন ফের ভারতের আকাশে। Image used for representational purpose | (Photo Credits: Pixabay)

১৯ ডিসেম্বর, পাঞ্জাবঃ ফের ভারতের আকাশে পাক ড্রোনের হানা।গতকাল রাতে পাঞ্জাবের গুরুদাসপুর জেলার চান্দু ওয়াডালা বিএসএফ (BSF) চৌকি এবং কাসোয়াল চৌকি সংলগ্ন এলাকায় পাকিস্তানি ড্রোন দেখা গেছে । গুরুদাসপুরের বিএসএফ ডিআইজি প্রভাকর জোশী জানিয়েছেন  বিএসএফ (BSF) চৌকির আড়াইশো মিটারের মধ্যে ড্রোন কে উড়তে দেখে বি এস এফ  জওয়ানরা গুলি  চালায়। এরপরেই ড্রোনটি পাকিস্তানের দিকে চলে যায়।

কোথা থেকে সেই ড্রোন এসেছে, এমন ঘটনার পিছনে কার বা কাদের হাত রয়েছে তা নিয়ে খোঁজ শুরু হয়েছে। এলাকায় চিরুনি তল্লাশি শুরু হয়েছে।

গতকাল রাতে পাঞ্জাবের গুরুদাসপুর জেলার চান্দু ওয়াডালা বিএসএফ (BSF) চৌকি এবং কাসোয়াল চৌকি সংলগ্ন এলাকায় পাকিস্তানি ড্রোন দেখা গেছে