Pune Porsche Car Incident:পুনের পোর্শে গাড়ি দুর্ঘটনায় অভিযুক্ত-র র্যাপ গান তৈরির দাবি মিথ্যা, ভিডিওটি ক্রিঙ্গিস্তান নামক একজন ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সরের
পুনে পোর্শে দুর্ঘটনার অভিযোগে অভিযুক্ত নাবালকের জামিন পেয়ে যাওয়া নিয়ে একটি র্যাপ গানের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তবে এই র্যাপ গানটি অভিযুক্ত কিশোর গায়নি।
পুনে পোর্শে দুর্ঘটনার অভিযোগে অভিযুক্ত নাবালকের জামিন পেয়ে যাওয়া নিয়ে একটি র্যাপ গানের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তবে এই র্যাপ গানটি অভিযুক্ত কিশোর গায়নি। তথ্য ও সূত্র বলছে ভিডিওটি ইউটিউব এবং ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সর 'ক্রিংস্টন' নামে একজন র্যাপার তৈরি করেছেন। তবে ভিডিওটি সামনে আসার পরে, অনেকেই দাবি করেছেন যে অভিযুক্ত কিশোর ওই র্যাপ গানটি রচনা করেছিলেন। যদিও এই খবরের সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।
"এক দিন মে মুঝে মিল গায়া বেল, ফির সে দিখাউঙ্গা সড়ক পে খেল" গানের কথার সঙ্গে পুণের ঘটনার মিল থাকলেও সূত্রের দাবি ভাইরাল র্যাপ গানটি "ক্রিঙ্গিস্তান" নামক ব্যক্তি লিখেছেন ও গেয়েছেন। দেখুন সেই ভিডিও-