Prime Minister Kyriakos Mitsotakis Visit To India:দু'দিনের ভারত সফরে গ্রিসের প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিৎসোটাকিস,প্রধান অতিথি হিসাবে যোগ দেবেন নবম রাইসিনা সংলাপে (দেখুন ভিডিও)

নতুন দিল্লিতে নবম রাইসিনা সংলাপের অনুষ্ঠানে প্রধান অতিথি ও বক্তা হিসেবে উপস্থিত থাকবেন মিৎসোটাকিস।এথেন্স ফেরার আগে মুম্বইও যাবেন তিনি। তবে তার আগে রাষ্ট্রপতি ভবনে তাঁদের আনুষ্ঠানিক অভ্যর্থনা জানানো হবে।

Prime Minister Kyriakos Mitsotakis India Visit Photo Credit: Twitter@ANI

দু'দিনের ভারত সফরে গতকাল রাতে নতুন দিল্লি পৌঁছেছেন গ্রিসের প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিৎসোটাকিস। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান কেন্দ্রীয় মন্ত্রী মীণাক্ষী লেখি। প্রধানমন্ত্রীর সঙ্গে সফর সঙ্গী হিসাবে তাঁর সঙ্গে রয়েছেন সিনিয়র আধিকারিক এবং বাণিজ্যিক প্রতিনিধি দল। নতুন দিল্লিতে নবম রাইসিনা সংলাপের অনুষ্ঠানে প্রধান অতিথি ও বক্তা হিসেবে উপস্থিত থাকবেন মিৎসোটাকিস।এথেন্স ফেরার আগে মুম্বইও যাবেন তিনি। তবে তার আগে রাষ্ট্রপতি ভবনে তাঁদের আনুষ্ঠানিক অভ্যর্থনা জানানো হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করার ও কথা আছে মিৎসোটাকিস এর। গ্রীসের প্রধানমন্ত্রীর সম্মানে মধ্যাহ্নভোজেরও আয়োজন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিৎসোটাকিসের ভারতে তার প্রথম রাষ্ট্রীয় সফর পাশাপাশি ১৫ বছর পর গ্রিসের কোন রাষ্ট্রপ্রধান ভারত সফরে এসেছেন বলেও বিদেশ মন্ত্রক সূত্রে জানা গেছে। 

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)

Share Now

Share Now