Meghalaya Election Result: ন্যাশনাল পিপলস পার্টির প্রধান কনরাড সাংমার বাড়িতে উল্লাসে মেতেছেন কর্মী-সমর্থকরা, শিলংয়ের ভিডিয়ো

দুপুর তিনটে পর্যন্ত নির্বাচন কমিশনের দেওয়া হিসাব অনুযায়ী, কনরাড সাংমার দল রাজ্যের ৫৯ আসনের মধ্যে ইতিমধ্যেই ছটিতে জয়ী হয়ে গেছে আর এগিয়ে রয়েছে ১৯টিতে।

Photo Credits: ANI

শিলং: মেঘালয়ে (Meghalaya) ফের ক্ষমতায় (Power) ফিরছে ন্যাশনাল পিপলস পার্টি (National People's Party)। সেই আভাস পাওয়ার পরেই শিলংয়ে (Shillong) অবস্থিত বিদায়ী মুখ্যমন্ত্রী ও দলের প্রধান কনরাড সাংমার (Conrad Sangma) বাড়িতে (residence) আনন্দে মেতে উঠেছেন (Celebrations) দলের কর্মী-সমর্থকরা।

দুপুর তিনটে পর্যন্ত নির্বাচন কমিশনের (EC) দেওয়া হিসাব অনুযায়ী, কনরাড সাংমার দল রাজ্যের ৫৯ আসনের মধ্যে ইতিমধ্যেই ছটিতে জয়ী হয়ে গেছে আর এগিয়ে রয়েছে ১৯টিতে। আরও পড়ুন: Tripura Assembly Election Result 2023: ৪টিতে জয়, ২৯ আসনে এগিয়ে, ত্রিপুরায় এগোচ্ছে বিজেপি