AP Train Accident: অন্ধ্রপ্রদেশে লাইনচ্যুত প্যাসেঞ্জার ট্রেন, মৃত কমপক্ষে ৬ ও জখম বহু

রবিবার সন্ধ্যায় অন্ধ্রপ্রদেশের ভিজিয়ানাগ্রাম জেলায় বিশাখাপত্তনম থেকে রায়াগাদাগামী একটি ট্রেন লাইনচ্যুত হয়েছে বলে জানালেন স্থানীয় ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার।

প্রতীকী ছবি (Photo Credits: ANI)

রবিবার সন্ধ্যায় অন্ধ্রপ্রদেশের ভিজিয়ানাগ্রাম জেলায় (Vizianagaram district) বিশাখাপত্তনম (Visakhapatnam) থেকে রায়াগাদাগামী (Rayagada) একটি ট্রেন লাইনচ্যুত (Passenger Train Derailed) হয়েছে বলে জানালেন স্থানীয় ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার (Divisional Railway Manager)। খবর পেয়ে ঘটনাস্থলে (AP Train Accident) গেছেন স্থানীয় প্রশাসন ও রেলওয়ে কর্তৃপক্ষের আধিকারিকরা। এখনও পর্যন্ত ৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আর জখম হয়েছেন বহুজন।

রেলের তরফে যোগাযোগের জন্য কালেক্টর অফিসে হেল্পলাইন নম্বর দেওয়া হয়েছে। সেটি হল ৯৪৯৩৫৮৯১৫৭। এছাড়া দেওয়া হয়েছে ৮৯৭৮০৮০০০৬। বিশাখাপত্তনম রেলওয়ে স্টেশনে থাকা হেল্পলাইন নম্বরগুলি হল, ০৮৯১২৭৪৬৩৩০, ০৮৯১২৭৪৪৬১৯। এয়ারটেল নম্বর দেওয়া হয়েছে ৮১০৬০৫৩০৫১, ৮১০৬০৫৩০৫২। বিএসএনএল নম্বর দুটি হল ৮৫০০০৪১৬৭০ ও ৮৫০০০৪১৬৭১।

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)