Pakistani drone in Punjab: ফিরোজপুরে সীমান্তের কাছে দেখা গেল পাকিস্তানি ড্রোন, গুলি করে মাটিতে নামাল বিএসএফ
পাঞ্জাবের ফিরোজপুর জেলার গান্ধু কিলচা গ্রামে পাকিস্তান থেকে ভারতীয় ভূখণ্ডে প্রবেশকারী একটি হেক্সা-কপ্টার ড্রোনকে গুলি করে ভূপাতিত করল সীমান্ত নিরাপত্তা বাহিনী
পাঞ্জাবের ফিরোজপুর জেলার গান্ধু কিলচা গ্রামে পাকিস্তান থেকে ভারতীয় ভূখণ্ডে প্রবেশকারী একটি হেক্সা-কপ্টার ড্রোনকে গুলি করে ভূপাতিত করল সীমান্ত নিরাপত্তা বাহিনী। বর্ডার সিকিউরিটি ফোর্সের তরফ থেকে গোটা এলাকা ঘেরাও করে রাখা হয়েছে। এলাকায় ব্যাপক তল্লাশি চালাচ্ছে বিএসএফ
ফিরোজপুর সীমান্ত রক্ষা বাহিনীর ডি আই জি অশোক কুমার জানান, ফিরোজপুর জেলার আন্তর্জাতিক সীমান্তের কাছে গতকাল রাত সাড়ে ১০টার দিকে সতর্কিত সেনারা ড্রোনের শব্দ শুনতে পায়। তারপরই সেনারা ড্রোনের দিকে গুলি চালায় এবং অনুসন্ধান অভিযান শুরু করে। সকালে গান্ধু কিলচা গ্রামে ড্রোনটি উদ্ধার করা হয়। এলাকায় এখনো তল্লাশি অভিযান চলছে।