Monsoon 2022: শুক্রবার থেকে কেরলে ঢুকছে বর্ষা, বাংলায় কবে
দেশে ঢুকে পড়ছে বর্ষা। বর্ষার আগেই অবশ্য চলতি মে মাসে দিল্লি সহ দেশের বেশ অংশে বৃষ্টি ভালই হয়েছে। অসমে বন্যা চলছে। কেরলেও বেশ কয়েকদিন টানা বৃষ্টিতে জল দাঁড়িয়ে গিয়েছিল বেশ কয়েকটি জায়গায়।
দেশে ঢুকে পড়ছে বর্ষা। বর্ষার আগেই অবশ্য চলতি মে মাসে দিল্লি সহ দেশের বেশ অংশে বৃষ্টি ভালই হয়েছে। অসমে বন্যা চলছে। কেরলেও বেশ কয়েকদিন টানা বৃষ্টিতে জল দাঁড়িয়ে গিয়েছিল বেশ কয়েকটি জায়গায়। চলতি মাসে দফায় দফায় বঙ্গেও বৃষ্টি হয়েছে। তবে এসবগুলো বর্ষার বৃষ্টি নয়। এবার কেরলে ঢুকছে বর্ষা। সব ঠিকঠাক থাকলে শুক্রবার কেরলে ঢুকে পড়ছে বর্ষা। দেশের মধ্যে সবার আগে কেরলেই বর্ষা শুরু হয়।
কেরলে এসে গেলে, বাংলায় বর্ষা আসতে বেশি দেরি হবে না। উত্তরবঙ্গের জলপাইগুড়িতে বর্ষার পৌঁছনোর নির্ধারিত দিন থাকে ৭ জুন৷ এরপর দক্ষিণবঙ্গে বর্ষা আসে ১১ জুন৷ এবার বর্ষায় দেশজুড়ে ৯৯ শতাংশ বৃষ্টি হওয়ার পূর্বাভাসা রয়েছে। আরও পড়ুন: টিভি সেটে লেখা 'আই লাভ ইউ', চুরি করেও ভালবাসা জানিয়ে গেল চোরের দল!
দেখুন টুইট