Odisha Train Tragedy: ওডিশায় রেল দুর্ঘটনায় মৃতদের পরিবারকে ১০ লক্ষ টাকা দিচ্ছে অন্ধ্র সরকার
বালেশ্বরে রেল দুর্ঘটনায় পশ্চিমবঙ্গ, ওডিশার চেয়ে দ্বিগুণ বেশী ক্ষতিপূরণ দিচ্ছে অন্ধ্রপ্রদেশ সরকর।
বালেশ্বরে রেল দুর্ঘটনায় পশ্চিমবঙ্গ, ওডিশার চেয়ে দ্বিগুণ বেশী ক্ষতিপূরণ দিচ্ছে অন্ধ্রপ্রদেশ সরকর। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগন মোহন রেড্ডি ঘোষণা করেন, ওডিশার বালাসোর ভয়াবহ রেল দুর্ঘটনায় মৃতদের পরিবারের সদস্যদের ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ হিসেবে দেওয়া হবে। পাশাপাশি গুরুতর আহতদের অন্ধ্র সরকার দেবে ৫ লক্ষ ও ছোটখাটো জখমদের ১ লক্ষ টাকা করে।
প্রসঙ্গত, কেন্দ্রীয় সরকার বালাসোর ট্রেন দুর্ঘটনায় ক্ষতিপূরণ হিসেবে মৃতদের পরিবারকে ১০ লক্ষ টাকা করে দিচ্ছে। পশ্চিমবাঙলা এবং ওডিশা সরকার পাঁচ লক্ষ করে দিচ্ছে মৃতদের পরিবারবর্গকে। গতকাল, বিজেপি সাংসদ বরুণ গান্ধী অনুরোধ জানিয়ে বলেছিলেন, দেশের সব সাংসদ যেন তাদের বেতনের একটা অংশ বালাসোর ট্রেন দুর্ঘটনায় মৃত ও আহতদের পবিরারের হাতে তুলে দেন। গত বৃহস্পতিবার সন্ধ্য়ায় করমণ্ডল এক্সপ্রেস সহ তিনটি ট্রেনের ভয়াবহ দুর্ঘটনায় এখনও পর্যন্ত ১৭৫ জনের মৃত্য়ুর খবর পাওয়া গিয়েছে, জখমের সংখ্যা হাজারেরও বেশী।
দেখুন টুইট
(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)