Unity in Diversity: বৈচিত্র্যের মধ্যেই ঐক্য! ভিডিয়োটি দেখলে মনে হবে আপনারও
বৈচিত্র্যের মধ্যে ঐক্যই হল ভারতের মূল মন্ত্র। প্রাচীনকাল থেকেই বহু মত ও বহু ভাষার এই দেশে এই মন্ত্রই উচ্চারিত হয়ে আসছে। বিভিন্ন সময়ে কোনও কোনও অশুভ শক্তি এই ঐক্যের মনোভাবকে নস্যাৎ করে বিভাজনের চেষ্টা করলেও কালের গর্ভে হারিয়ে গেছে নিজেরাই।
নয়াদিল্লি: বৈচিত্র্যের মধ্যে ঐক্যই (Unity in Diversity) হল ভারতের ( India) মূল পরিচয়। প্রাচীনকাল থেকেই বহু মত ও বহু ভাষার ভারতবর্ষে এই মন্ত্রই উচ্চারিত হয়ে আসছে। বিভিন্ন সময়ে কোনও কোনও অশুভ শক্তি এই ঐক্যের মনোভাবকে নস্যাৎ করে বিভাজনের চেষ্টা করলেও কালের গর্ভে হারিয়ে গেছে নিজেরাই। সম্প্রতি একটি ভিডিয়ো পোস্ট করে সেই বার্তাই ফের দিলেন সুশান্ত নন্দা নামে একজন বন দপ্তরের আধিকারিক।
তাঁর টুইটার অ্যাকাউন্ট থেকে পোস্ট হওয়া ওই ভিডিয়োর ক্যাপশনে তিনি লিখেছেন, 'বিপর্যয় থেকে বাঁচাতে হাত লাগিয়েছেন সবাই, এটা একমাত্র ভারতেই হয়।' ভিডিয়োটিতে দেখা যাচ্ছে, একটি রাস্তার উপরে স্কুটিতে করে এসে দাঁড়ালেন এক যুবক-যুবতী। আচমকা দেখা গেল স্কুটিটির নিচের অংশে আগুন জ্বলছে। সঙ্গে যুবতীটিকে একপাশে সরে দাঁড়াতে দেখা যায়। আর যুবকটিকে দেখে যায় জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করতে। তাঁদের এই বিপদ থেকে ছুটে আসে আশেপাশের লোকেরাও। তারপরই আগুন নেভাতে শুরু হয়ে যায় সকলের সমবেত প্রচেষ্টা। শেষ পর্যন্ত মেলে সফলতাও।
ভাইরাল এই ভিডিয়োটি (Viral Video) দেখে আপ্লুত হয়ে পড়েছেন নেটিজেনরা। কেউই ভারতের এই পরিচয়কে অস্বীকার করতে পারবেন না বলেও দাবি করেছেন তাঁরা।
(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)