Worli Hit-and-Run Case: হিট অ্যান্ড রান মামলায় গ্রেফতার শিবসেনা নেতা ও চালক, অভিযুক্ত ছেলের বিরুদ্ধে ‘এলওসি’

হিট অ্যান্ড রান মামলায় অভিযুক্ত মিহির শাহের বাবা শিবসেনা নেতা রাজেশ শাহ (Hit-And-Run Case) ও গাড়ির চালককে গ্রেফতার করল মুম্বই পুলিশ।

Worli Hit-and-Run Case (Photo Credit: X)

মুম্বই: ওয়ারলিতে (Worli) রবিবার এক দম্পতির স্কুটিতে পিছন থেকে সজোরে ধাক্কা মারে একটি BMW গাড়ি। ঘটনার জেরে মৃত্যু হয় মহিলার। হিট অ্যান্ড রান মামলায় (Hit-and-Run Case) অভিযুক্ত শিবসেনার নেতার ছেলে মিহির পলাতক। তাঁর বিরুদ্ধে লুক আউট সার্কুলার (এলওসি) জারি করা হয়েছে। মামলায় অভিযুক্ত মিহির শাহের বাবা শিবসেনা নেতা রাজেশ শাহ (Hit-And-Run Case) ও গাড়ির চালককে গ্রেফতার করেছে মুম্বই পুলিশ।

দেখুন