Noida: নয়ডার লোটাস ব্যাঙ্কুয়েট হলে ভয়াবহ আগুন, মৃত ১ জন

গতকাল গভীর রাতে নয়ডার লোটাস ব্যাঙ্কুয়েট হলে আগুন লাগে।

Lotus Grandeur Banquet Hall (Photo Credit: X)

নয়ডা: আগুনে পুড়ে ছাই নয়ডার ৭৪ নম্বর সেক্টরে অবস্থিত লোটাস গ্র্যান্ডিউর ব্যাঙ্কুয়েট হল (Lotus Grandeur Banquet Hall)। গতকাল গভীর রাতে বিল্ডিংটিতে আগুন লাগে। দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। ফায়ার ব্রিগেড ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করে। পুলিশ সূত্রে খবর, বিল্ডিংয়ে আটকে পড়া এক ব্যক্তির মৃত্যু হয়েছে। দেখুন পুড়ে যাওয়ায় ব্যাঙ্কুয়েট হলের ভিডিও-